নয়াদিল্লি: গঙ্গার দূষণ প্রতিরোধের জন্য কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ মৃতের চিতাভস্ম গঙ্গায় বিসর্জন না দেওয়ার কথা বললেন। তিনি বললেন, চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়ার পরিবর্তে তা মাটিতে পুঁতে সেই জায়গায় গাছ লাগানো উচিত বলে মন্তব্য করলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, বিষয়টির সঙ্গে মানুষের আস্থা জড়িত। কিন্তু সময়ের সঙ্গে তা পুনর্বিবেচনা করে দেখা উচিত, যাতে গঙ্গার স্বচ্ছতা বজায় থাকে।
নমামি গঙ্গে প্রকল্প সংক্রান্ত একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন সত্যপাল। তিনি বলেছেন, 'আমি সবার কাছে আবেদন করছি, দেহ সত্কারের পর চিতাভস্ম মাটিতে পুঁতে সেখানে গাছ লাগানো উচিত। এতে আগামী প্রজন্ম মৃত ব্যক্তিকে মনে রাখবে। এ সংক্রান্ত আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত পুরোহিতদের এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি'।
মন্ত্রী বলেছেন, 'আমি এক ধার্মিক ব্যক্তি। আমাদের গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে হবে। গঙ্গার দূষণ রোধের কাজ যে গতিতে হওয়া দরকার তা হয়নি। কিন্তু এটা কারুর প্রতি দোষারোপের সময় নয়। আজ আমরা এ বিষয়ে সচেতন এবং এ বিষয়ে ভালো ফল দেখাতে পারব'।
গঙ্গায় চিতাভস্ম বিসর্জন নয়, পরামর্শ মোদী সরকারের মন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2017 10:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -