মুম্বই: পেরিয়ে গিয়েছে ১০ দিন। সুশান্ত সিংহ রাজপুতের বাবার এফআইআর দায়ের হওয়ার পরও এখনও অধরা রিয়া চক্রবর্তী। অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছেন রিয়া। ইতিমধ্যেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ আনলেন মুম্বইতে তদন্ত করতে আসা বিহার পুলিশের এক অফিসার। কাইজার আলম নামে ওই পুলিশ অফিসারের  দাবি, 'মুম্বই পুলিশই রক্ষা করছে রিয়া চক্রবর্তীকে। আর তাই তাঁকে গ্রেফতার করতে পারছে না বিহার পুলিশ।এর আগেই বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ড জানানপুলিশের নজর থেকে গা ঢাকা দিয়ে  আছেন সুশান্তের বান্ধবী।

সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করলেও নিজে কোথায় রয়েছেন সে বিষয়ে মুখ খুলতে চাননি কাইজার আলম। তার কারণ হিসাবে স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন বিনয় তেওয়ারির ঘটনাকে। সুশান্তকাণ্ডে বিহার থেকে তদন্ত করতে আসা আইপিএস অফিসার বিনয় তেওয়ারিকে জোর করে হোম কোয়ারেন্টিন করার অভিযোগ রয়েছে বৃহম্মুম্বই পুরসভার বিরুদ্ধে। গতকাল সুপ্রিম কোর্ট এই ঘটনার নিন্দা করলেও এখনও হোম কোয়ারেন্টিনেই রয়েছেন বিনয় তেওয়ারি। সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়েছে, বিনয়কে কোয়ারেন্টিন করার ঘটনা ভালো বার্তা দেয়নি। কাইজার আলম জানান, এতে ব্যহত হয়েছে তদন্ত। আর তাই নিজের অবস্থান জানিয়ে বিনয় তেওয়ারির মতো কোয়ারেন্টিনে যেতে চান না তিনি।

বিহারের ডিজিপি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত মামলায় কোনও স্বচ্ছতা নেই। আমরা বৃহম্মুম্বই পুরসভার কাছে চিঠি পাঠিয়েছি। কাজের গুরুত্ব বুঝে বিনয় তেওয়ারিকে হোম কোয়ারেন্টিনমুক্ত করা জরুরি।'

বিহার থেকে মুম্বই যাওয়া ৪ সদস্যের দল ইতিমধ্যেই সুশান্তের বন্ধু, সহকর্মী, ও পরিচারকদের অনেকের বর্তব্য রেকর্ড করেছে।

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। নিজের ঘর থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। প্রথমে ঘটনার তদন্তভার মুম্বই পুলিশের হাতে থাকলেও পরে যোগ দেয় বিহার পুলিশ। গতকাল অর্থাৎ ৫ অগাস্ট বিহার পুলিশের আবেদন মেনে নেয় কেন্দ্র। সুশান্তকাণ্ডে সিবিআই তদন্তের অনুমোদন মেলে।