উদাহরণ হিসাবে তিনি বলেন, ক্যাবিনেট মন্ত্রী রয়েছি। তাই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কিছু বলতে পারব না। কিন্তু সাধারণ বোধবুদ্ধি এটাই বলে যে, আপনি নিশ্চয়ই ঋতুঃস্রাবের রক্তমাখা ন্যাপকিন নিয়ে বন্ধুর বাড়ি যাবেন না! সুতরাং ঈশ্বরালয়ে যাওয়ার সময়ও তেমনটা করা কি সম্মানের বলে মনে করেন? নিশ্চয়ই নয়। এটাই পার্থক্য। আমার প্রার্থনা করার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু অপবিত্র করার অধিকার নেই। পার্থক্য এটাই এবং তা নিয়ে সম্মান করা উচিত আমাদের।
এখানে এক সম্মেলনে স্মৃতি বলেন, আমি হিন্দু ধর্মের রীতিনীতি পালন করি, বিয়ে হয়েছে জোরাস্ট্রিয়ানের সঙ্গে। দুই সন্তানই জোরাস্ট্রিয় রীতিনীতি, আচার পালন করবে, এটা আমি সুনিশ্চিত করেছি। ওরা অগ্নি মন্দির গিয়ে প্রার্থনা করতে পারে। স্মৃতি পুরানো অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, আমার সদ্যভূমিষ্ঠ ছেলেকে যখন সেই মন্দিরে নিয়ে যাই, আমি ওকে মন্দিরের প্রবেশ দরজায় স্বামীর হাতে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকি কারণ আমায় ওখানে দাঁড়িয়ে না থেকে চলে যেতে বলা হয়।