আটারি: পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে ১০৭ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু।

পরে মন্ত্রী বলেন, এই চেকপোস্টের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি মোতায়েন বিএসএফ আধিকারিকদের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। যে ব্যবসায়ীরা আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের সঙ্গে জিনিসপত্র আমদানি-রফতানি করেন, তাঁদের সঙ্গেও কথা বলবেন তিনি।

পাকিস্তান থেকে এ দেশে আসা জিনিসপত্র স্ক্যান করার জন্য এই চেকপোস্টে স্ক্যানার বসানো হবে বলেও তিনি জানিয়েছেন।

কাশ্মীরের রোজকার পাথর ছোঁড়ার ঘটনায় রিজিজু পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর কথায়, পাকিস্তানে বসে কিছু জঙ্গি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে এ দেশে আইনশৃঙ্খলাগত সমস্যা তৈরি করছে। তবে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এদের দিকে নজর রেখেছে, দ্রুত এ ব্যাপারে যা করার তা করা হবে।