নয়াদিল্লি: ভারতীয় রেলের ঐতিহ্যবাহী সম্পদগুলি রক্ষা করার জন্য ৬৫ বছরের কমবয়সি অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হল। স্টিম লোকোমোটিভ, ভিন্টেজ কোচ, স্টিম ক্রেন, সিমাফোর সিগন্যাল, স্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি ও স্টিমচালিত যন্ত্রাংশ সংরক্ষণ এবং আগের অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হবে রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের। রেলবোর্ড এই প্রস্তাব অনুমোদন করেছে। এই কর্মীরা প্রতিদিন ১,২০০ টাকা করে পাবেন বলে জানা গিয়েছে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘অবসরপ্রাপ্ত কর্মীদের রেলের হেরিটেজ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সারানোর অভিজ্ঞতা আছে। তাঁরা নতুন প্রজন্মের কর্মীদের এ বিষয়ে শিক্ষা দিতে পারেন। হেরিটেজ সংক্ষণ করা সহজ নয়। এমন ঘড়ি আছে যেটির বয়স ১৫০ বছর। এত বছর ধরে চলছে সেই ঘড়ি। অভিজ্ঞ কর্মীরা এই সম্পত্তিগুলি রক্ষা করার বিষয়ে দক্ষ।’
এতদিন রেলের ঐতিহ্যবাহী সম্পত্তিগুলি রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি বিভিন্ন জোনের প্রধানদের বৈঠকে হেরিটেজগুলি সংরক্ষণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের প্রতিটি বিভাগের প্রধানদের সর্বোচ্চ ১০ জন করে দক্ষ অবসরপ্রাপ্ত কর্মীকে নিয়োগের ক্ষমতা দেওয়া হচ্ছে। এই কর্মীদের রেলের সংগ্রহশালা ও কারখানায় মোতায়েন করা হবে। তাঁদের চুক্তির মেয়াদ হবে ৬ মাস। তাঁরা কর্মরত অবস্থায় শেষ যে বেতন পেয়েছিলেন, ফের নিয়োগের পর অবসরকালীন ভাতা ও বেতন তার চেয়ে বেশি হবে না। অতিরিক্ত সময় কাজ করার জন্য বা যাতায়াতের জন্য তাঁদের কোনও অর্থ দেওয়া হবে না।
রেলের হেরিটেজ সংরক্ষণের জন্য নিয়োগ করা হবে অনূর্ধ্ব-৬৫ অবসরপ্রাপ্ত কর্মীদের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2018 08:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -