নয়াদিল্লি: এবার রের স্টেশনে মিলবে সুলভ মূল্যের স্যানিটারি প্যাড। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই দেশের ২০০ টি স্টেশনে বসবে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। রেলমন্ত্রক সূত্রে এ কথা জানানো হয়েছে।
সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অর্গানাইজেশন 'দস্তক' নামে একটি উত্পাদন কেন্দ্র গড়ে তুলেছে। সেখানে পরিবেশবান্ধব ও সস্তা মূল্যের স্যানিটারি প্যাড তৈরি হয়। ওই কেন্দ্রে গিয়েছিলেন রেলমন্ত্রী পিযুস গোয়েল। মন্ত্রী বলেছেন, এ ধরনের প্রকল্পের সংখ্যা বাড়ানো উচিত এবং জাতীয় পরিবহণ সংস্থা হিসেবে এ ধরনের সামাজিক ক্ষেত্রে নেতৃত্বদান করা উচিত রেলওয়ের।
নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসেছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন।
এবার দেশের আরও ২০০ স্টেশনে ও রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে এ ধরনের মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের মহিলা কর্মী ও সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে 'দস্তকে' উত্পাদন শুরু হয়েছে। ছটি প্যাডের প্যাকেটের দাম মাত্র ২২ টাকা। উত্পাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।