চেন্নাই: চেন্নাইগামী চলন্ত ট্রেন থেকে লুঠ ৫ কোটি টাকা। তামিলনাড়ুর সালেম থেকে নগদ ৩৪০ কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেন চেন্নাই পৌঁছনোর পরে দেখা যায়, ২২৬টি বাক্সের মধ্যে চারটি বাক্স ভেঙে লুঠ হয়েছে নগদ ৫ কোটি টাকা।
পুলিশ জানিয়েছে, ভাঙা ছিল পণ্যবাহী বগির হাওয়া চলাচলের জায়গাটি। সালেম-বিন্ধ্যাচলম শাখায় ট্রেন ডিজেল ইঞ্জিনে চলার সময় দুষ্কৃতীরা ট্রেনের ছাদ দিয়ে ঢুকে টাকা লুঠ করে বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশি নজরদারি সত্বেও এই ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
চেন্নাইগামী চলন্ত ট্রেন থেকে লুঠ৫ কোটি ৭৮ লক্ষ টাকা
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2016 02:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -