নয়াদিল্লি: রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে ব্যাঙ্কের ভেতরে ঢুকে পড়েছিল তিন ডাকাত। দুই ঘন্টার অপারেশনে ২.৩ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয় তারা। তবে লুঠের পুরো টাকাটাই তারা নিয়ে গিয়েছে ৫ ও ১০ টাকার কয়েনে। ৪৬ টি পলিথিনের ব্যাগে কয়েনগুলি ভরে তারা পালিয়ে যায়। দিল্লির মুখার্জী নগর এলাকায় সিন্ডিকেট ব্যাঙ্কের একটি শাখায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
কয়েনে লুঠের এই ছকের কারণ একটাই। তাদের মনে ভয় ছিল, নোটের মধ্যে চিপ লাগানো রয়েছে। তাই তারা ধরা পড়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই ব্যাঙ্ক থেকে পাঁচ ও ১০ টাকার কয়েনই তারা লুঠ করেছে। পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, নোট বাতিলের পর জল্পনা ছড়িয়েছিল যে, নতুন নোটে মাইক্রো চিপ লাগানো রয়েছে। যদিও সেই জল্পনা সরকার সরাসরি খারিজ করে দিয়েছিল। কিন্তু এই ডাকাতরা কোনও ঝুঁকিই নিতে চায়নি।
পুলিশ জানিয়েছে, ডাকাতরা বলেছে যে, নোট , বিশেষ করে ২০০০ টাকার নোট লুঠের কথা তারা ভাবেইনি। কারণ, তাদের মনে হয়েছিল, ওই নোট ট্রাক করে তাদের ধরে ফেলতে পারে পুলিশ।
সিনেমা দেখে তারা ডাকাতির ছক কষে। গত সোমবার রাতে ব্যাঙ্কে হানা দেয় তারা। পরের দিন সকালে ব্যাঙ্কের এক কর্মচারী জানালা ভাঙা দেখে লুঠের ব্যাপারটি বুঝতে পারেন।
পরের দিন তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তারা সবাই নিকটবর্তী বাস ডিপোয় কাজ করে।
দিল্লির ব্যাঙ্কে লুঠ ২.৩ লক্ষ টাকা, পুরোটাই কয়েনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2017 10:52 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -