পটনা: বিহারে মদ নিষিদ্ধ হওয়ার জেরে সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে আবার ইঁদুরদের পোয়াবারো। তারা থানায় বাজেয়াপ্ত করে রাখা মদ দেদার খাচ্ছে। ইঁদুরের উৎপাতে পুলিশকর্মীরা অতিষ্ট। বাধ্য হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ।

বিহার পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (সদর দফতর) এস কে সিংহল বলেছেন, ‘পটনা জোনাল আইজি-কে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর রিপোর্টের ভিত্তিতেই রাজ্য পুলিশের সদর দফতর ব্যবস্থা নেবে।’

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর গত ১৩ মাসে ৯ লক্ষ লিটারেরও বেশি মদ বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। এর মধ্যে একটা বড় অংশ থানায় নিয়ে যাওয়ার পথেই নষ্ট হয়ে গিয়েছে। সম পরিমাণ মদ খেয়ে নিয়েছে ইঁদুরবাহিনী।

এরই মধ্যে মদ খাওয়ার দায়ে গ্রেফতার করা হয়েছে পুলিশ সংগঠনের সভাপতি নির্মল সিংহ এবং ওই সংগঠনের সদস্য শামশের সিংহকে। তাঁদের আদালতে পেশ করা হলে বিচারপতি ১৮ তারিখ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।