নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে কেন্দ্র জানিয়ে দিল, আশ্রয় নয়, তারা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যর্পণের পক্ষে। কারণ, রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।
কেন্দ্র আরও বলেছে, যেভাবে রোহিঙ্গা মুসলিমরা এ দেশে অনুপ্রবেশ করেছে ও বিভিন্ন জায়গায় বসবাস করছে তা পুরোপুরি বেআইনি। এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে জাতীয় নিরাপত্তায়। ৩ অক্টোবর এ ব্যাপারে পরবর্তী শুনানি।
রোহিঙ্গা শরণার্থীদের এ দেশে আশ্রয়ের দাবিতে সুপ্রিম কোর্টে সওয়াল করেন ফলি এস নরিম্যান, কপিল সিবাল, প্রশান্ত ভূষণের মত নামী আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁদের জানিয়ে দেন, আদালত আইন মোতাবেক চলবে, পিটিশনারদের অবশ্যই উচিত, কেন্দ্রের হলফনামা খতিয়ে পড়া।
হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, রোহিঙ্গাদের জঙ্গি যোগ নিয়ে গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগ রয়েছে তাদের, এমনকী যোগ রয়েছে আইএসের সঙ্গেও। শুধু দেশের নিরাপত্তা নয়, এর সঙ্গে আন্তর্জাতিক কূটনীতিও জড়িত তাই সুপ্রিম কোর্টের কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়।
যদিও বিরোধী দলগুলি দাবি করেছে, মানবিকতার স্বার্থে রোহিঙ্গা মুসলিমদের ভারতে আশ্রয় দেওয়া উচিত।
রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, শীর্ষ আদালতে এফিডেভিট দিয়ে জানিয়ে দিল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2017 12:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -