রোজভ্যালিকাণ্ডে সুদীপকে সিবিআই-নোটিস, 'রাজনৈতিক প্রতিহিংসা', তোপ মমতার
ABP Ananda, web desk | 20 Dec 2016 06:09 PM (IST)
কলকাতা: রোজভ্যালিকাণ্ডে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল। তিনি বলেছিলেন, অধিবেশন শেষ হলে যোগাযোগ করবেন। কিন্তু করেননি। সে কারণেই মঙ্গলবার তৃণমূল সাংসদের বাড়িতে ফ্যাক্স ও অফিসে ই মেল করে তাঁকে তলব করে সিবিআই। বলা হয় হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুপুরে সিবিআইয়ের ফোন এসেছিল। বুধ কিংবা বৃহস্পতিবার তাদের দফতরে যেতে বলেছে। কিন্তু কেন, তা জানায়নি। সিবিআইয়ের-বার্তা পাওয়ার পরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন সুদীপ। যদিও সূত্রের খবর, তলব করা হলেও, সম্ভবত সিবিআই দফতরে যাচ্ছেন না তৃণমূলের লোকসভার দলনেতা। সুদীপকে সিবিআইয়ের-নোটিসের প্রেক্ষিতে ট্যুইটারে ফের ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী লিখেছেন, আমাদের লোকসভার নেতাকে সিবিআই ৩ বার ফোন করেছে। বিজেপি এই ধরনের প্রতিহিংসার রাজনীতি করছে? এসব করে নোট-বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই থামানো যাবে না। যদিও সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।