আমদাবাদ:  ওঝাদের সংবর্ধনা! আর সেই অনুষ্ঠানে হাজির খোদ মন্ত্রী! এমন ঘটনা ঘটেছে গুজরাতে। বোতাড় জেলায় দিনদুয়ের আগেকার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রাজ্য সরকারের দুই ক্যাবিনেট মন্ত্রীর সগৌরব উপস্থিতি দেখা গিয়েছে ভিডিওটি। শুধু তাই নয়, আমন্ত্রণপত্র অনুযায়ী, গাধাডা শহরের একটি মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করেছিল গুজরাতের শাসক দল বিজেপির স্থানীয় সংগঠন।


ভিডিওতে দেখা গিয়েছে, রাজ্যের শিক্ষা ও রাজস্বমন্ত্রী ভূপেন্দ্রসিন চূড়াসামা এবং স্থানীয় বিধায়ক তথা সামাজিক ন্যায়মন্ত্রী আত্মারাম পারমার মঞ্চে বসে রয়েছেন। আর দুইজন ওঝা মাইকে গানের তালে তালে নিজেদের লোহার চেন দিয়ে মারছেন।

এরপর সংবর্ধনার অঙ্গ হিসেবে প্রায় শখানেক ওঝাকে মন্ত্রীদের সঙ্গে করমর্দন করতে দেখা গিয়েছে।

এই ঘটনার সমালোচনায় মুখর যুক্তিবাদীরা। তাঁদের বক্তব্য, যেখানে মন্ত্রীরা এইসব অনুষ্ঠানে হাজির থাকেন সেখানে তো এ ধরনের কুসংস্কারের আরও বাড়বাড়ন্ত ঘটবে। যুক্তিবাদী জয়ন্ত পান্ডিয়া বলেছেন, তিনি এ বিষয়ে আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে চিঠি লিখবেন।

ভারত জনবিজ্ঞান মঞ্চ নামে এনজিও-র প্রধান পান্ডিয়া বলেছেন, এই প্রথম এ ধরনের কোনও অনুষ্ঠানে মন্ত্রীদের থাকতে দেখা গেল।

সমালোচনাকে অবশ্য পাত্তা দিচ্ছেন না মন্ত্রী চূড়াসামা। তাঁর দাবি, ওই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা ‘দৈবশক্তির পূজারি’। এতে কুসংস্কার ছড়ানোর প্রশ্ন আসছে কোথা থেকে।