বেঙ্গালুরু: এখানকার হজ ভবনের নাম পাল্টে টিপু সুলতানের নামে করার প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে কর্নাটকের সংখ্যালঘু উন্নয়ন ও ওয়াকফ মন্ত্রী বি জেড জামির আহমেদ খান জানানোর পর মাথাচাড়া দিল বিতর্ক। খান সম্প্রতি এক সাক্ষাত্কারে জানান, হজ কমিটির এক বৈঠকে তাদের কর্মকর্তারা তাঁকে বলেন, হজ ভবনের নাম বদলের একাধিক আবেদন এসেছে। খান বলেন, আমি ওঁদের বলেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব, দেখা যাক।

বিজেপি জানিয়েছে, এই প্রস্তাবের বিরুদ্ধে গোটা রাজ্যে তারা প্রতিবাদ করবে। হজ ভবন গোটা মুসলিম সম্প্রদায়ের জন্য, শুধু টিপুর অনুগামীদের জন্য নয়। হজ ভবনের নতুন বাড়ি নির্মাণে বি এস ইয়াদুরাপ্পা সরকার অর্থ দিয়েছিল বলেও দাবি বিজেপির।

বিজেপি পূর্বতন কংগ্রেস আমলে ১০ নভেম্বর সরকারি উদ্যোগ মহীশূরের প্রাক্তন শাসক টিপুর জন্মবার্ষিকী পালনেরও বিরোধিতা করেছে। বিজেপি টিপুকে 'উগ্র ধর্মান্ধ', 'নৃশংস খু্নি' মনে করে।

খান দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যখন নতুন ভবনের উদ্বোধন করেন, তখনই ধর্মগুরুদের ও আরও অনেকে দাবি তোলেন, এর নাম হোক হজরত টিপু সুলতান হজ ঘর। হজ ভবন স্বাধীন প্রতিষ্ঠান। তার নামকরণ টিপুর নামে করতে আপত্তির কোনও প্র্য়োজনই নেই। বিমানবন্দর, রেলস্টেশন, পার্ক বা রাস্তার নতুন নামকরণে বিরোধিতা হলে মানা যায়। কিন্তু টিপু জয়ন্তী একটা আলাদা বিষয়। স্বাধীন সংস্থার নাম পরিবর্তনের বিরোধিতার কোনও অর্থ হয়? বিজেপিও এটা বুঝবে, ওরাও চালাক।
মন্ত্রীর ঘোষণার পর বিজেপি সাংসদ শোভা কারনাদলাজের দাবি, টিপুর নামে কোনও কিছুই থাকা উচিত নয়। লোকেরই টিপু জয়ন্তী পালনে আপত্তি আছে বলে জানিয়ে তিনি বলেন, আবার টিপু প্রসঙ্গ উঠলে সিদ্দারামাইয়ার জন্য ভোটে যে কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল, তারা খানের জন্য কর্নাটকে ধ্বংস হয়ে যাবে।
আরেক বিজেপি নেতা তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আর অশোকার দাবি, হজ ভবন ইয়েদুরাপ্পা সরকারেরই উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্যতম, টিপুর নামে তার নাম রেখে কংগ্রেসে তাকে দখল করতে চাইছে। টিপু এক বিতর্কিত চরিত্র, মোটেই স্বাধীনতা যোদ্ধা ছিলেন না, লক্ষ লক্ষ হিন্দুকে মেরে ফেলেছিলেন, ধর্ম বদলাতে বাধ্য করেছিলেন।