ভোপাল: খামে মোড়া চিঠিটা পেয়ে একটু অবাকই হয়ে গিয়েছিলেন মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার শ্রমিক আশারাম বিশ্বকর্মা। খামের ভেতরে ইংরেজিতে চিঠি। ভেবেচিন্তে শেষে স্থানীয় এক স্কুল শিক্ষকের দ্বারস্থ হলেন তিনি। যা জানা গেল তাতে চোখ কপালে উঠল তাঁর। ১ কোটি ১০ হাজার টাকা জমা পড়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই তথ্য জানিয়ে আয়কর বিভাগ বিশ্বকর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। ভোপালের আয়কর বিভাগের অ্যাসিট্যান্ট ডিরেক্টরের সই করা ৩০ নভেম্বরের ওই চিঠিতে বলা হয়, আয়কর বিভাগ জানতে পেরেছে যে গত ৯ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সময়ে প্যান ছাড়াই আপনি ১ কোটি ১০ হাজার টাকা লেনদেন করেছেন।
সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে ব্যাঙ্কে ছুটলেন বিশ্বকর্মা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খিদিয়া শাখায় বিশ্বকর্মার একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে তিনি ১০ হাজার টাকা জমা করেছিলেন। ব্যাঙ্কের ম্যানেজার শনিবার জানিয়েছেন, ভুলবশত এই ঘটনা ঘটে গিয়েছে। বিশ্বকর্মা ৫০০ টাকার ২০ টি নোট জমা দিয়েছিলেন। কিন্তু ভুলক্রমে হিসেবের খাতায় লেখা হয়ে যায় যে, তিনি ২০ হাজারটি ৫০০ টাকার নোট জমা দিয়েছিলেন।
বিষয়টি আয়কর বিভাগকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার। এ ব্যাপারে এখনও পর্যন্ত আয়কর বিভাগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ১ কোটি টাকা!
ABP Ananda, web desk
Updated at:
18 Dec 2016 09:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -