নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুপারিশেই, এমনটাই জানালেন কেন্দ্রীয় আইন এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ।
প্রসাদ বলেন, আমাদের সরকার ৯ নভেম্বর থেকে যে নোট বাতিলের কথা ঘোষণা করেছে, তা আরবিআই-এর পরামর্শেই। এনডিএ সরকারের এই নীতির ফলে সততা, স্বচ্ছতার দিকে এগোচ্ছে দেশ। কালো টাকা দুর্নীতি রুখতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে দুর্নীতি মুক্ত করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী, বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী, সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব, দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের আন্দোলনের মুখেও মোদী সরকার জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্তে অনড় থাকবে কেন্দ্র।
আরবিআই-এর সুপারিশেই ৫০০, ১০০০-এর নোট বাতিলের সিদ্ধান্ত: রবি শঙ্কর প্রসাদ
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2016 10:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -