উন্নয়নমূলক প্রকল্পের নামে গাছ কাটা এবং আখ ও অন্যান্য যেসব ফসল চাষে বেশি জল লাগে সেগুলির চাষ বন্ধ করারও দাবি জানিয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ।
সম্প্রতি ভোপালে এই সংগঠনের সভায় বলা হয়েছে, কোকাকোলা, পেপসি-র মতো সফট ড্রিংক সংস্থাগুলির কারখানায় জলের অপচয় হচ্ছে। তাই সরকারের উচিত এই কারখানাগুলি বন্ধ করা অথবা জল নিয়ন্ত্রণ করা। সরকারকে বুঝতে হবে, তথাকথিত উন্নয়নের চেয়ে বেঁচে থাকা বেশি জরুরি। তাই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সমস্যাকে আরও গুরুত্ব দিতে হবে।
স্বদেশী জাগরণ মঞ্চের জাতীয় সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেছেন, কোলা ইউনিটগুলি প্রচুর জল নষ্ট করছে। ফলে স্থানীয় মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বৃহৎ বাণিজ্যিক সংস্থাগুলি পরিবেশের ক্ষতি করে। তাদের জন্যই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। জিডিপি বাড়ানোর কথা বলে মানুষকে বিপদে ফেলে দেওয়ার অর্থ হয় না।