জয়পুর: যারা ‘বিফ-পার্টি’ বা গোমাংস খাওয়ার উৎসবে অংশগ্রহণ করে তারা ‘মনুষত্ব-বিরোধী’ কার্যকলাপের মাধ্যমে দেশকে লজ্জিত করছে। এমনটাই জানালেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
শুক্রবার, এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যারা এই (বিফ-পার্টি) উৎসবের আয়োজন করছে, তারা দেশের ১২১ কোটি জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র। তাদের কাজে দেশের সার্বিক মতামতও প্রতিফলিত হয় না। তারা যা করছে, তা মনুষত্ব-বিরোধী এবং তাদের উচিত নিজেদের শুধরে নেওয়া। তিনি যোগ করেন, এধরেনর উৎসবের মাধ্যমে তারা শয়তানি মনোভাবকে প্রশ্রয় দিচ্ছে।
ইন্দ্রেশের দাবি, গো-মাংসের চেয়ে আরও পুষ্টিকর গরুর দুধ। দুধ হল ওষুধ। অন্যদিকে, গো-মাংস খেলে রোগপ্রবণতা বৃদ্ধি পায়। মানুষকে এটা বুঝতে হবে। তাদের গো-মাংস খাওয়া পরিত্যাগ করতে হবে।
এদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন ইন্দ্রেশ। তাঁর দাবি, রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকার জন্য কংগ্রেসের উচিত দলে সংস্কার করা। তেমনটা না হলে, একদিন তা প্রান্তিক দলে পরিণত হবে বলেও কটাক্ষ করেন তিনি।