ভুবনেশ্বর: বিজেপি-এনডিএ সরকারের সর্বত্র আরএসএসের ছায়া রয়েছে বলে অভিযোগ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতি আজ ভুবনেশ্বরে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে সঙ্ঘ পরিবারকে নিশানা করে বলেন, দেশে এখন আরএসএস নামে একটি প্রতিষ্ঠান আছে, যারা বিজেপির জন্মদাত্রী মা। ওদের বিশ্বাস, দেশের একমাত্র প্রতিষ্ঠান ওরাই। আর বাকি সব প্রতিষ্ঠানে ঢুকে সেগুলি নিয়ন্ত্রণ করতে চায় ওরা। ওদের এহেন মানসিকতার ফলে বিচারবিভাগ, শিক্ষা ব্যবস্থা সহ দেশের সর্বত্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভারতের ১২০ কোটি জনগণেরই দেশটা চালানো উচিত বলে আমাদের বিশ্বাস। একই ধরনের লোকজন, একটাই দর্শনে দেশ চালানো উচিত নয়।
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির কাজকর্মের ব্যাপারে তাঁর দলের দৃষ্টিভঙ্গি বিজেপির থেকে আলাদা বলেও জানান রাহুল। বলেন, গুরুত্বপূর্ণ সংস্থাগুলি কীভাবে দেশের কাজে লাগবে, সে ব্যাপারে আমাদের দলের ভিন্ন মতামত আছে। আমরা বিকেন্দ্রীকরণ, স্বাধীনতা ও সংবিধানকে প্রাধান্য দেওয়ায় বিশ্বাস করি।
দেশের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সিস্টেমের একচেটিয়া নিয়ন্ত্রণ, দখলের ধারণাকে চ্যালেঞ্জ করা প্রয়োজন বলেও অভিমত জানান রাহুল। বলেন, একজন মধ্যবিত্তকে ভাল মানের শিক্ষার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয়। একই কথা প্রযোজ্য স্বাস্থ্য সুরক্ষা সিস্টেমের বেলায়ও। এটা বদলানো দরকার।
সব প্রতিষ্ঠানে ঢুকে সেগুলি নিয়ন্ত্রণ করতে চায় আরএসএস, বললেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2019 08:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -