প্রথম ট্যুইটে মণীশ লেখেন, ‘আমি কি আপনাকে (প্রণব) একটা প্রশ্ন করতে পারি? আপনি এখনও এর জবাব দেননি। লক্ষ লক্ষ ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভাবনায় বিশ্বাসী ব্যক্তি জবাব চাইছেন। বলুন, আপনি কেন আরএসএস-এর সদর দফতরে গিয়ে জাতীয়তাবাদ নিয়ে উপদেশ দিলেন? আপনার প্রজন্মের লোকজনই প্রশিক্ষণ শিবিরে আমাকে সতর্ক করতেন।’
এরপর এই কংগ্রেস নেতা আরও লেখেন, ‘১৯৭৫ ও ১৯৯২ সালে যখন সরকার আরএসএস-কে নিষিদ্ধ করেছিল, তখন আপনি মন্ত্রী ছিলেন। আপনার কি মনে হয় না আমাদের বলা উচিত তখন আরএসএস-এর কী দোষ ছিল আর এখন ওরা কেন ভাল হয়ে গিয়েছে? ১৯৩৮ সালে মিউনিখ চুক্তির মাধ্যমে নাজিরা ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করেছে বলে ভুল ধারণা তৈরি হয়েছিল।’
কংগ্রেসের একাধিক নেতা প্রণবকে আরএসএস-এর অনুষ্ঠানে না যাওয়ার আর্জি জানান। প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠাও আপত্তি জানান। তা সত্ত্বেও নাগপুরে যান প্রণব। এই অনুষ্ঠানে তাঁর বক্তব্য প্রশংসিত হলেও, কংগ্রেসের অস্বস্তি এখনও কাটেনি। সেই কারণেই মণীশ তাঁকে আক্রমণ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।