নয়াদিল্লি: হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানি ও আফজল গুরুর প্রসঙ্গ টেনে এনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে একটি অনুষ্ঠানের মধ্যেই আক্রমণ করলেন দিল্লির পর্যটন মন্ত্রী কপিল মিশ্র।
মঙ্গলবার নিজের রাজ্যের পর্যটনের প্রচার করছিলেন মেহবুবা। সেখানে তিনি মানুষকে পুনরায় কাশ্মীরে আসার আহ্বান জানান। এদিন সেই করতে গিয়ে বেশ আবেগপ্লুত হয়ে পড়েছিলেন মেহবুবা।
অশ্রুমিশ্রিত চোখে তিনি বলেন, কাশ্মীরে স্বাভাবিকতা ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি। তাঁর মতে, কাশ্মীরবাসীর বিশ্বাস অর্জন করাটা অত্যন্ত প্রয়োজনীয়। আর তার জন্য সেখানে যেতে হবে।
কিন্তু, সেই ছন্দে ছেদ টানেন কপিল মিশ্র। তাঁর প্রশ্ন, কী করে সন্ত্রাস ও পর্যটন একসঙ্গে চলতে পারে? এই প্রেক্ষিতেই তিনি সরাসরি মেহবুবাকে আক্রমণ করেন। বলেন, এটা হতে পারে না যে, তিনি (মেহবুবা) বুরহানকে জঙ্গি হিসেবে স্বীকার করবেন না, আবার পর্যটনের জন্য সহযোগিতা চাইবেন।
এদিন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সামনে মোট চারটি প্রশ্ন রাখেন কপিল—এক, তিনি বুরহানকে জঙ্গি মনে করেন কি না। দুই, তিনি আফজল গুরুকে জঙ্গি মনে করেন কি না। তিন, ভারত মাতা কী জয় তিনি বলেন কি না। এবং চতুর্থ, জেএনইউ-বিতর্কে তাঁর অবস্থান কী?
কপিলের এই মন্তব্যকে ভাল চোখে নেননি উপস্থিত শ্রোতাদের একাংশ। তাঁরা দিল্লির মন্ত্রীকে মাঝপথে থামিয়ে দেন। এরপরই মঞ্চ ত্যাগ করেন কপিল। জানান, তিনি মেহবুবার সঙ্গে একমঞ্চে থাকতে চান না।
যদিও, সরাসরি কপিলের কোনও মন্তব্যের পাল্টা জবাব দেননি মেহবুবা।
পর্যটন ও নাশকতা কি একসঙ্গে চলতে পারে? মেহবুবাকে আক্রমণ দিল্লির মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
04 Oct 2016 10:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -