নয়াদিল্লি: শিশুচুরি সংক্রান্ত ভুয়ো খবরের জেরে এখনও পর্যন্ত গোটা দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। শিশুচুরির জেরে আমজনতার মধ্যে এক অজানা ভয় তৈরি হয়েছে। তার ফলে দেশের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্ন অশান্তির ঘটনাও ঘটেছে। শিশুচুরিকে কেন্দ্র করে মধ্যপ্রদেশ, গুজরাত এবং মহারাষ্ট্র থেকে বেশ কিছু গণপিটুনির খবরও ছড়িয়েছে।
একাধিক গণপিটুনি এবং শিশুচুরির ঘটনা সামনে আসার পর আমাদের প্রতিনিধি গিয়েছিলেন মধ্যপ্রদেশের সিঙরাউলিতে এই সংক্রান্ত খবর করতে। তখনই সেখানকার সাধারণ মানুষ এবিপির প্রতিনিধিকেও শিশুচোর ভেবে গুলিয়ে ফেলেন। যদিও পরে আমাদের প্রতিনিধি নিজের পরিচয় দিতে মধ্যপ্রদেশের গ্রামের এক মহিলা জানান, কীভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরের জেরে তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শিশুচোরদের একাধিক ছবিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বলা হয় নেশাগ্রস্থ করে বাচ্চাদেরকে চুরি করা হচ্ছে। তারপর তাদের কিডনি নিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের খবর দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছেন মানুষ। তার জেরেই তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি, ঘটে যাচ্ছে গণপিটুনির মতো ঘটনা।
এই গণপিটুনির জেরে মহারাষ্ট্রের ধুলেতে দিন কয়েক আগেই পাঁচ ব্যক্তির মৃত্যু হয়। ত্রিপুরার উরাবারিতেও একইধরনের ঘটনা ঘটেছে। পুলিশের আবেদন, এধরনের শিশুচুরি সংক্রান্ত গুজবে কান না দিয়ে প্রত্যেকের উচিত এমন কোনও সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশে খবর দেওয়া।
শিশুচুরি গুজব: খবর করতে গিয়ে এবিপির প্রতিনিধিকেই শিশুচোর ভেবে গুলিয়ে ফেললেন গ্রামবাসীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jul 2018 11:51 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -