কলকাতা:  মোবাইল-ইন্টারনেটে মজেছে গ্রাম। স্মার্টফোনে সেলফি-সংস্কৃতি এতটাই শিকড় গজিয়েছে গ্রাম-ভারতে যে সেখানে বিস্কুট, লজেন্স ও কোল্ড ড্রিঙ্কসের জন্য ব্যয় কমছে। অন্যদিকে, ১০ টাকার রিচার্জ প্যাক দারুন জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামে। মোবাইল কোম্পানিগুলি এতে খুশি। কিন্তু অপেক্ষাকৃত স্বল্পমূল্যের মুখরোচক তাত্ক্ষনিক পণ্যনির্মাতা সংস্থাগুলি এতে স্বাভাবিকভাবেই চিন্তিত।

গত পরপর কয়েকটি মরশুমে ভালো বৃষ্টি না হওয়ায় গ্রামীন বাজারে ক্রয় ক্ষমতা কমেছে। কিন্তু এতে মোবাইল রিচার্জের ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রথমসারির এক কনজিউমার গুডস প্রস্তুতকারী সংস্থার পদস্থ আধিকারিক বলেছেন, গ্রামের গ্রাহকরা ভিডিও দেখতে বা সেলফি নিতে বা তা শেয়ার করতে মোবাইল রিজার্জকেই অগ্রাধিকার দিচ্ছেন। একটি টেলিকম সংস্থার এক্সিকিউটিভ জানিয়েছেন, ১০ টাকা টক টাইমের মোবাইল রিজার্জই দেশে সবচেয়ে বেশি হয়।এক ভোগ্যপণ্য নামী ভোগ্যপণ্য প্রস্তুতকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, সেলফি কালচারের ফলে গ্রামের গ্রাহকরা ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্টস-এর তুলনায় তাঁদের ফোনের জন্য বেশি খরচ করছেন। এই ভোগ্যপণ্যগুলি সাধারণত শখের বশেই কেনেন গ্রাহকরা।

ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েসন অফ ইন্ডিয়া (আইএএমএআই) এবং আইএমআরবি-র রিপোর্ট উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, গ্রামীন ভারতে ২০১৫-তে মোবাইলে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। শহরাঞ্চলে এই বৃদ্ধি ৭১ শতাংশ। অন্যদিকে, কোলা ও কনফেকশনারির মতো ভোগ্যপণ্যের বিক্রয়ের বৃদ্ধি ৫ থেকে ৬ শতাংশ কমে গিয়েছে।

একটি নামী বিস্কুট প্রস্তুতকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, এখন আরও অনেক বেশি বাড়িতে মোবাইলের খরচ আবশ্যিক হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই এই ব্যয় নির্বাহ করতে অন্য খরচে টান পড়ছে। সোজা কথায় এর প্রভাব পড়ছে শখের ভোগ্যপণ্যগুলির ওপর।

অন্য একটি ভোগ্যপণ্য নির্মাতা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, মোবাইল রিজার্জের খরচ বা স্বল্পমূল্যের বিনোদনের ব্যয় গ্রামীন বাজারে তাত্ক্ষণিক পণ্য ক্রয়ের ক্ষেত্রে থাবা বসিয়েছে।

ঠাণ্ডাপাণীয় প্রস্তুতকারী সংস্থাগুলি পণ্যের দাম কমিয়েও বিক্রয় বাড়াতে পারছে না।

আইএএমএআই এবং আইএমআরবি-র রিপোর্ট অনুসারে,  মোবাইল ইন্টারনেটে ব্যয় ২০১৪-র ৫৪ শতাংশ থেকে বেড়ে ২০১৫-তে হয়েছে ৬৪ শতাংশ। গ্রামীন ভারতে অধিকাংশ মোবাইল ইন্টারনেট গ্রাহক বিনোদনের জন্য ব্যবহার করেন। অন্যদিকে, শহরের গ্রাহকরা যোগাযোগ ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য মোবাইল-ইন্টারনেট ব্যবহার করেন।