নয়াদিল্লি: আমেরিকা, ইজরায়েল ও ইউরোপের সঙ্গে ভারতের প্রতিরক্ষা যোগাযোগ যতই বাড়ুক, দিল্লির এক নম্বর অস্ত্র সহযোগী এখনও সেই আদি ও অকৃত্রিম রাশিয়া। বেশ কিছুটা পরে থেকে আমেরিকা দ্বিতীয়।

২০১২ থেকে ২০১৬-র মধ্যে ভারতের অস্ত্র প্রয়োজনের ৬৮ শতাংশ মিটিয়েছে রাশিয়া। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ফাউন্ডেশন জানিয়েছে এই তথ্য। ওই সময়ে আমেরিকা ভারতে রফতানি করেছে আমদানিকৃত অস্ত্রের ১৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ইজরায়েল, তারা পাঠিয়েছে ৭.২ শতাংশ অস্ত্র।

সংশ্লিষ্ট সংস্থা জানাচ্ছে, যা পরিস্থিতি, সুদূর ভবিষ্যতেও রাশিয়াই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রয়ে যাবে। দিল্লি যে অস্ত্র আমদানি করে, তা চিন ও পাকিস্তানের থেকে বেশি। যাই হোক, ফ্রান্স, আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও স্পেন থেকেও ভারতের অস্ত্র আমদানি বাড়ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফ্ল্যাগশিপ প্রকল্প মেক ইন ইন্ডিয়ার আওতায় চেষ্টা করছেন যাতে এ দেশে অস্ত্র তৈরি বাড়িয়ে দেশের অস্ত্রভাণ্ডারের আধুনিকীকরণ করা যায়। দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ বিমান, বন্দুক ও সাবমেরিন তৈরি করতে ২৫০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।

কিন্তু স্টকহোমের সংস্থাটির দাবি, দেশে অস্ত্রশস্ত্র তৈরি হলেও বিদেশ, মূলত রাশিয়া, আমেরিকা ও ইজরায়েলের ওপর অস্ত্রের ব্যাপারে নির্ভর করবে ভারত। কারণ দেশে এখনও রীতিমত উন্নতমানের অত্যাধুনিক অস্ত্র তৈরি সম্ভব হয়নি।