নয়াদিল্লি: সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের বিষয়টি ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট।  ওই বেঞ্চ ঠিক করবে, সবরীমালায় মহিলারা প্রবেশ করতে পারবেন কিনা।

কেরলের সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার না থাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। ১০ থেকে ৫০ বছর পর্যন্ত মহিলারা এই মন্দিরে যেতে পারেন না। গত বছর জানুয়ারিতে শীর্ষ আদালত এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে, বলে সংবিধানের অধিকার মতে এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে না। এ বছরের ফেব্রুয়ারিতে আদালত মামলাটি পাঠিয়ে দেয় সাংবিধানিক বেঞ্চে।

মহিলা অধিকার সংগঠনগুলির আশা, রায় যাবে তাদের পক্ষে।

১৯৯১-এ এ বিষয়ে কেরল হাইকোর্ট মন্দিরের নিজস্ব অধিকারের পক্ষে রায় দেয়।