মুম্বই: ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র লিড সিঙ্গার ক্রিস মার্টিন ও সচিন তেন্ডুলকর মুম্বইয়ের একাধিক স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার পাঠ দিলেন। তাঁরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্রিকেটও খেললেন। সচিনকে বল করলেন মার্টিন। এরপর তাঁরা একে অপরকে সই করা ব্যাট ও গিটার দিলেন।




 

ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সচিন ও মার্টিনের সঙ্গে মুম্বইয়ের এই স্কুলে যান সচিনের স্ত্রী অঞ্জলি, গ্লোবাল সিটিজেন্স সংস্থার সিইও হাফ ইভান্স, যুবমোর্চার জাতীয় সহ সভাপতি মধুকেশ্বর দেশাই এবং সাংসদ পুনম মহাজন। সচিন ও মার্টিন ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝান। ছাত্র-ছাত্রীরাও এ বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে।