গুরগাঁও: চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর হুমকি দিয়েছিলেন। এরপরই এক শাগরেদকে নিয়ে গুরগাঁওয়ের একটি জাপানি কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের প্রধানকে লক্ষ্য করে গুলি চালালেন ওই বরখাস্ত কর্মী। পুলিশ জানিয়েছে, সকাল নয়টা নাগাদ এই ঘটনা ঘটে। মিতসুবিশি কোম্পানির এইচআর বিভাগের প্রধান বিনেশ শর্মা মানেসরে আইএমটি-তে তাঁর অফিসে গাড়িতে করে আসছিলেন। সেই সময়ই বাইক সওয়ারি দুই ব্যক্তি বন্দুক দেখিয়ে তাঁকে গাড়ি থামাতে বলে। কিন্তু বিনেশ গাড়ি না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেন। এরপর বাইক সওয়ারিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে গুরগাঁও পুলিশের পিআরও রবিন্দর কুমার জানিয়েছেন। বিনেশের শরীরে দুটি বুলেট লাগে।
হামলাকারীরা পালিয়ে যায়। পরে আক্রমণকারীদের মধ্যে একজনকে শনাক্ত করেন বিনেশ। তাঁর নাম জোগিন্দার।
পথচারীরাই পুলিশে খবর দেন এবং তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিনেশ বর্তমানে বিপন্মুক্ত বলে পুলিশ জানিয়েছে।
কোম্পানির আধিকারিকরা জানিয়েছেন, 'অপেশাদার আচরণে'র কারণে গত বুধবার জোগিন্দার নামে ওই কর্মীকে বরখাস্ত করেন বিনেশ। ওই সময় জোগিন্দার বিনেশকে হুমকি দিয়েছিলেন। কিন্তু ওই হুমকিতে একেবারেই আমল দেনননি বিনেশ।
গুরগাঁও পুলিশের পিআরও জানিয়েছেন, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জোগিন্দারের বিরুদ্ধে মামলা দায়েক করা হয়েছে। তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। খুবই শীঘ্রই তাদের ধরা হবে বলেও জানিয়েছেন তিনি।
গুরগাঁও-এ কোম্পানির এইচআর বিভাগের প্রধানকে লক্ষ্য করে গুলি চাকরি থেকে বরখাস্ত কর্মীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2018 04:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -