তিরুবনন্তপুরম: কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করে বাম নেতারা আমার হিরো, আমি একেবারেই গেরুয়া নই বলে মন্তব্য করলেন কমল হাসান।


দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা ফের পুনর্নির্বাচিত হবেন না, সুনিশ্চিত করার জন্য কয়েকদিন আগে নিজের ফ্যানদের ফোর্ট সেন্ট জর্জে মিছিল করে যাওয়ার জন্য তৈরি থাকার ডাক দিয়েছেন তিনি। তামিলনাড়ু বিধানসভা সেখানেই। তাঁর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রবল জল্পনার মধ্যেই শুক্রবার তিরুবনন্তরপুরমে বিজয়নের বাসভবনে যান কমল। তাঁকে স্বাগত জানান সস্ত্রীক মুখ্যমন্ত্রী।

পরে দুজনেই সাংবাদিকদের জানান, রাজনীতি নিয়ে তাঁরা কথা বলেছেন। তবে কী কথা হয়েছে, খোলসা করেননি কেউই।

অভিনেতা নিজের রাজনৈতিক আনুগত্য সম্পর্কে মন্তব্য করেন, ৪০ বছর ধরে সিনেমা করছি। আমার রং স্পষ্টই দেখা যায়। নিশ্চয়ই তা গেরুয়া নয়। তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা, বারবার জানতে চাওয়া হলে কমলের মন্তব্য, ধৈর্য্য ধরে অপেক্ষা করে থাকুন!

বিজয়ন বলেন, বন্ধুত্বপূর্ণ সাক্ষাত্ এটা। তবে রাজনীতি আলোচনায় এসেছে। দক্ষিণ ভারতের রাজনীতি, তামিলনাড়ুর ঘটনাবলী নিয়ে আমরা কথা বলেছি। কমল তাঁর দীর্ঘদিনের বন্ধু, তবে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁদের প্রথম দেখা বলেও জানান তিনি।

বছরই বিজয়নের সঙ্গে তাঁর দেখা করার প্ল্যান ছিল, কিন্তু একটা দুর্ঘটনার জন্য তা হয়ে ওঠেনি বলে জানান কমল। আমার কাছে এটা শিক্ষামূলক অভিজ্ঞতা, মন্তব্য করেন তিনি।
দুর্নীতির প্রশ্নে প্রকাশ্যে তাঁদের সমালোচনা করায় তামিলনাড়ুর একাধিক মন্ত্রী বেজায় খাপ্পা কমলের ওপর। তাঁরা কমলকে অভিযোগের স্বপক্ষে প্রমাণ পেশ করতে বলেছেন।