নয়াদিল্লি: ফেসবুকে নিজের মর্ফ করা নগ্ন ছবি ছড়িয়ে পড়ায় লজ্জায়, অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে তামিলনাড়ুর ২১ বছরের এক যুবতী। বিনুপ্রিয়া নামে মেয়েটি বাবা-মায়ের সঙ্গে থাকতেন সালেমে। তাঁর রেখে যাওয়া সুইসাইড নোট থেকে মনে হচ্ছে, যে বা যারা তাঁর অশালীন ছবি পোস্ট করেছে, তিনি যে সেগুলি পাঠাননি, এটা তাঁর বাবা-মা বিশ্বাস না করায় মেয়েটি চরম মানসিক আঘাত পায়। নোটে লেখা রয়েছে, বাবা, মা-ই যেখানে আমায় বিশ্বাস করে না, কী লাভ বেঁচে থেকে?
পুলিশ জানিয়েছে, বছরখানেক আগে কলেজ থেকে রসায়নে ডিগ্রি নিয়ে বেরনো মেয়েটির অজান্তেই কেউ তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছবিগুলি পোস্ট করে। তার ৬ দিন বাদে আত্মহত্যা করে মেয়েটি।
তার পরিবার অবশ্য ক্ষুব্ধ পুলিশের ওপর। মেয়ের আপত্তিকর ছবিগুলি সরিয়ে দিতে, অপরাধীকে ধরে সাজা দেওয়ার দাবিতে অভিযোগ দায়ের করার পরও পুলিশ কিছুই করেনি জানিয়েছে তারা।
তদন্তে নামা পুলিশ অফিসার অমিত কুমার বলেছেন, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। বিতর্কিত ফেসবুক পেজটিও ব্লক করে দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েটির অশালীন ছবি পোস্ট করা লোকটির ব্যাপারে বিস্তারিত তথ্যও চেয়ে পাঠানো হয়েছে ফেসবুকের কাছে।
ফেসবুকে নগ্ন ছবি, আত্মঘাতী তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2016 10:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -