যোধপুর: ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যা মামলায় নিম্ন আদালতের পাঁচ বছরের কারাদণ্ডের সাজাকে চ্যালেঞ্জ করে যোধপুর আদালতে সলমন খানের আবেদনের শুনানি ১৭ জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গেল। আজ আদালতে হাজিরা দেন সলমন। তাঁর আইনজীবী মহেশ বরা সওয়াল শুরু করার জন্য সময় চাওয়ায় জেলা ও দায়রা আদালতের বিচারপতি চন্দ্রকুমার সঙ্গারা শুনানি স্থগিত করে দেন।
রবিবারই মুম্বই থেকে যোধপুর পৌঁছে যান সলমন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। শুনানি স্থগিত হয়ে যাওয়ার কথা শুনে আদালত ছেড়ে চলে যান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ের ফাঁকে সলমন, সইফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে দু’টি কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে। এই মামলায় ৫ এপ্রিল সলমনের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হয়। দু’রাত যোধপুরের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান সলমন।
কৃষ্ণসার হত্যা মামলায় সলমনের স্বস্তি, ১৭ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত করে দিল যোধপুর আদালত
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2018 10:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -