যোধপুর: সলমন খানের বিরুদ্ধে চলা অস্ত্র মামলার রায় ঘোষণা হবে আগামী ১৮ জানুয়ারি, এবং সেদিন আদালতে সলমনকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে যোধপুরের এক আদালত।


প্রসঙ্গত, গতকাল আদালতে বিচারক দুপক্ষের চূড়ান্ত শুনানি শুনে রায় ঘোষণার দিন ঘোষণা করেন। বিচারক দলপত সিংহ রাজপুরোহিত অভিনেতাকেও ওই দিন সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়েছিল গত বছর ৯ ডিসেম্বর। প্রসঙ্গত, ১৯৯৮ সালের অক্টোবরে সলমন খানের বিরুদ্ধে বেআইনি ভাবে অস্ত্র রাখা এবং ব্যবহারের অভিযোগ উঠেছিল। এমনকি সেই অস্ত্রের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণও হয়ে গিয়েছিল বলে জানা যায়। ওই অস্ত্র ব্যবহার করে রাজস্থানের কানকানি গ্রামে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এরপরই সলমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। বন দফতরের তরফে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় যদি সলমন দোষী প্রমাণিত হয়, তাহলে তাঁর সাত বছর পর্যন্ত জেল হতে পারে।