চেন্নাই: পাঁচ বছর আগে ভি কে শশীকলার দুই আত্মীয় টিটিভি দীনাকরণ ও এস বেঙ্কটেশকে দল থেকে বরখাস্ত করেছিলেন জয়ললিতা। অথচ জেলে যাওয়ার আগে তাঁদেরই দলে ফিরিয়ে নিলেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক শশীকলা। এমনকী দীনাকরণকে দলের সহকারী সাধারণ সম্পাদক নিয়োগ করা হয়েছে। এরই প্রতিবাদে সংগঠনের সচিব পদ থেকে ইস্তফা দিলেন ভি কারুপ্পাস্বামী পান্ডিয়ান। তাঁর অভিযোগ, এআইএডিএমকে এখন শশীকলার পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে।

দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পরেই দুই আত্মীয়কে দলে ফিরিয়েছেন শশীকলা। তাঁর দাবি, দীনাকরণ ও বেঙ্কটেশ সশরীরে এবং চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন। সেই কারণেই তাঁদের দলে ফেরানো হল। দীনাকরণের সঙ্গে সহযোগিতা করার জন্য দলীয় কর্মীদের অনুরোধও জানিয়েছেন শশীকলা।

২০১১ সালে শশীকলা ও তাঁর স্বামী এম নটরাজনের সঙ্গেই দীনাকরণ ও বেঙ্কটেশকে দল থেকে তাড়িয়েছিলেন জয়ললিতা। ক্ষমা চাওয়ার পর শশীকলাকে ক্ষমা করে দিলেও, বাকিদের দলে ফেরানো হবে না বলে জানিয়ে দেন প্রয়াত এআইএডিএমকে সুপ্রিমো। কিন্তু তিনি প্রয়াত হতেই দলের মালিকানা নিজের হাতে নেওয়া শশীকলা নিজের আত্মীয়দের দলে ফেরালেন। এরই প্রতিবাদে সরব পান্ডিয়ান।