হায়দরাবাদ: সৌদি আরবে আমার বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। দয়া করে ওকে বাঁচান। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে এমনই কাতর আর্জি জানালেন হায়দরাবাদের এক মহিলা।
রেশমা নামে ওই মহিলা বলেছেন, ‘তীর্থস্থানে নিয়ে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গত ২৩ জুলাই আমার বোন হুমেরাকে সৌদি আরবের রিয়াধে নিয়ে যায় এক ব্যক্তি। সে বলে, একটি ছোট পরিবারে পরিচারিকার কাজ করতে হবে। প্রতি মাসে বেতন হিসেবে পাওয়া যাবে ২৫,০০০ টাকা। কিন্তু আমার বোনকে প্রায়ই মারধর করা হয়। ওকে ঠিকমতো খেতেও দেওয়া হয় না। একদিন এক নিয়োগকর্তা খারাপ উদ্দেশ্যে ওর হাত টেনে ধরে। ও চিৎকার করে সেই ঘর থেকে বেরিয়ে যায়। এরপর ওকে চার-পাঁচদিন একটি ঘরে আটকে রাখা হয়। হুমেরাকে হুঁশিয়ারি দেওয়া হয়, পালানোর চেষ্টা করলে ফল ভাল হবে না।’
রেশমা আরও বলেছেন, স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান হুমেরা। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। হুমেরার উপর যেভাবে মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন করা হচ্ছে, তাতে দ্রুত উদ্ধার করা না হলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। সেই কারণেই তিনি সুষমার সাহায্য চাইছেন।
সৌদি আরবে বোনকে অত্যাচারের হাত থেকে বাঁচান, সুষমাকে আর্জি হায়দরাবাদের মহিলার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2017 05:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -