ভোপাল: ক্লাসে রোল কলের সময় 'জয় হিন্দ' বলতে হবে পড়ুয়াদের, প্রেজেন্ট স্যার বা ম্যাডাম নয়। সব সরকারি স্কুলে নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম বাধ্যতামূলক ভাবে মানতে নির্দেশ জারি করল মধ্যপ্রদেশ সরকার। শিবরাজ সিংহ চৌহানের বিজেপি সরকার তেরঙ্গা পতাকা তোলা, রোজ স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার নির্দেশ দিয়েছিল আগেই।


রাজ্যে এখন সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। তার মধ্যেই এই নির্দেশ। ১৫ মের নির্দেশনামায় সই রয়েছে স্কুল শিক্ষা সচিব প্রমোদ সিংহের। তাতে বলা হয়েছে, রাজ্যের ১ লক্ষ ২২ হাজার সরকারি স্কুলে ইয়েস বা ম্যাডামের পরিবর্তে হাজিরার রোল কলের সময় জয় হিন্দ বলা বাধ্যতামূলক করা হয়েছে। পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম চেতনা তৈরির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
যদিও বেসরকারি স্কুলে এই নির্দেশ পালনের ব্যাপারে নির্দেশে কোনও উল্লেখ নেই। যদিও স্কুল শিক্ষামন্ত্রী বিজয় শাহ এ ব্যাপারে সব বেসরকারি স্কুলেও অ্যাডভাইসরি বা নির্দেশিকা পাঠানো হবে বলে আগেই জানিয়েছেন।
সরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেয়েই স্কুল শিক্ষা দপ্তর ওই নির্দেশ তৈরি করে। তারা মুখ্যমন্ত্রীকে পাঠানো প্রস্তাবে বলে, 'ইয়েস স্যার' বা 'ম্যাডাম' বলার চলতি নিয়ম দেশপ্রেমের অনুপ্রেরণা দেয় না, তার বদলে 'জয় হিন্দ' বলা চালু করা উচিত।

গত সেপ্টেম্বরে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ১ অক্টেবর থেকে রাজ্যের সতনা জেলার স্কুলে স্কুলে পরীক্ষামূলক ভাবে রোল কলের সময় জয় হিন্দ বলা শুরু হবে। এই প্রয়াসে সাড়া মিললে রাজ্যের সব স্কুলে কার্যকর করা হবে। নির্দেশ পালিত না হলে সাসপেন্সন থেকে স্বীকৃতি বাতিল- সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে যে কোনও ব্যবস্থা নেওয়া হবে।