আলিগড়: তিনবার তালাক বলার অর্থ কখনওই স্ত্রীকে পরিত্যাগ করা নয়। জানালেন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি।
সালমা মন্তব্য করেছেন, মুসলমনান মেয়েদের উচিত, ভাল করে কোরান পড়ে দেখা। সেখানে কোথাও লেখা নেই, তালাক, তালাক, তালাক বললেই ডিভোর্স হয়ে যাবে। মৌলবীদের কথায় ভরসা না করাই ভাল, কারণ তাঁরা নিজেদের মত করে ব্যাখ্যা করেন ইসলামকে।
আলিগড়ে এক দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতির স্ত্রী। তিনি বলেন, মৌলবীরা যা বলেন, মুসলিম মেয়েরা ভাবেন, সেটাই সত্যি। আরবি ভাষায় কোরান পড়ুন, কখনও অনুবাদ পড়বেন না। মেয়েদের কোরান পড়া উচিত, ভাবা উচিত, শরিয়া কী বলেছে জানা উচিত। কাউকে অন্ধভাবে মেনে চলা উচিত নয়।
তিন তালাক প্রথা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মুসলিম মৌলবীদের দাবি, এই প্রথা কোরানের অংশ অতএব তার পরিবর্তন চলবে না।
এবার মুসলিম বিবাহবিচ্ছেদ বিতর্কে উপ রাষ্ট্রপতির স্ত্রী, জানালেন, তিনবার তালাক বললেই ডিভোর্স হয় না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2017 10:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -