মুম্বই: একইদিনে স্বস্তি-অস্বস্তি বয়ে আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফিক্সড ডিপোজিটের ফের কোপ বসিয়ে ০.২৫ শতাংশ সুদ কমাল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এসবিআই। অন্যদিকে, মধ্যবিত্তকে সামান্য স্বস্তি দিয়ে কমাল বাড়ি-গাড়ির ঋণের সুদ। ১ নভেম্বর থেকেই নয়া সুদের হার কার্যকর।
২০১৪ সালে এসবিআইয়ের এক থেকে তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদ ছিল ৯ শতাংশ। ২০১৭ সালে এখন সেই সুদ কমে হয়েছে ৬.২৫ শতাংশ! অর্থাত গত তিন বছরে ফিক্সড ডিপোজিটে সুদ কমেছে, ২.৭৫ শতাংশ!
যাঁরা শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি ভালবাসেন না, তাঁদের প্রিয় বিনিয়োগের জায়গা হল ফিক্সড ডিপোজিট। কিন্তু, তাতে যেভাবে সুদ কমতে কমতে তলানিতে ঠেকছে, সেটা উদ্বেগ থেকে দুশ্চিন্তায় পরিণত হচ্ছে।
পাশাপাশি, ৭ - ৪৫ দিনের মেয়াদে যে ফিক্সড ডিপোজিটের সুদ ছিল ৫.৫ শতাংশ, সেটা কমে হল হল ৫.২৫ শতাংশ। ৪৬ দিন থেকে ২ বছরের কম মেয়াদের, বিভিন্ন এফডি-র সুদ ছিল ৬.৫ শতাংশ। এখন পাওয়া যাবে ৬.২৫ শতাংশ। ২ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের বিভিন্ন এফডি-র সুদ ছিল ৬.২৫ শতাংশ। কিন্তু এখন সেই হার কমে ৬ শতাংশ। বয়স্ক মানুষদের চিন্তাও বাড়িয়েছে এসবিআইয়ের এই ঘোষণা। প্রবীণ নাগরিকরা আগে এফডিতে ৭ শতাংশ সুদ পেতেন, এখন ৬.৭৫ শতাংশ।
তবে, মধ্যবিত্তকে সামান্য স্বস্তি দিয়ে গৃহঋণে সুদের হার ০.০৫ শতাংশ কমিয়েছে এসবিআই। এর ফলে এবার থেকে এসবিআইয়ে গৃহঋণে সুদের হার ৮.৩৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৮.৩০ শতাংশ। যদিও এতে সন্তুষ্ট নন অনেকেই। গাড়ির ঋণে সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮.৭০ শতাংশ।