মুম্বই: সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে জরিমানা বাবদ টাকা কাটছে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই খাতে ইতিমধ্যেই গ্রাহকদের কাছ থেকে ১,৭৭১ কোটি টাকা আদায় হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এ ধরনের মুনাফার ঘটনায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ন্যুনতম মাসিক ব্যালেন্স ও তা না থাকলে জরিমানা কমানোর বিষয়টি পর্যালোচনা করে দেখছে স্টেট ব্যাঙ্ক।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের ৪০ কোটির বেশি সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক রয়েছে। পাঁচ বছর বাদে ২০১৭-র এপ্রিল থেকে মাসিক গড় ন্যূনতম ব্যালেন্স (এমএবি) চার্জ ফের চালু করে স্টেট ব্যাঙ্ক। নিয়ম অনুসারে, মেট্রো শহরগুলিতে সেভিংস অ্যাকাউন্টে মাসে ন্যুনতম ৫ হাজার টাকা ও গ্রামীন এলাকায় ন্যুনতম ১ হাজার টাকা না থাকলে জরিমানা ধার্য করা হয়।
এই নিয়ম চালু হওয়ার পর ন্যূনতম টাকা অ্যাকাউন্টে না রাখার কারণে ২০১৭-র এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে গ্রাহকদের কাছ থেকে জরিমানা বাবদ ব্যাঙ্কের বাড়তি ১,৭৭১.৬৭ কোটি টাকা লাভ হয়। ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিকের লাভের পরিমাণের থেকে যা অনেকটাই বেশি। অর্থমন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে এ কথা জানা গিয়েছে।
স্টেট ব্যাঙ্কের রিটেল ও ডিজিটাল ব্যাঙ্কিং এমডি পিকে গুপ্তা বলেছেন, গত এপ্রিল ফের চালু করার পর থেকেই আমরা মাসিক গড় ব্যালেন্সের বিষয়টি ধারাবাহিকভাবে পর্যালোচনা করে দেখছি। গত অক্টোবরেই কিছুটা কমিয়েছে। এবার ফের বিষয়টি পুনর্বিবেচনা করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে এমএবি এবং তা বজায় না রাখার জন্য জরিমানা নিয়ে ব্যাঙ্ক সার্বিক পর্যালোচনা করছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে।
বর্তমানে মেট্রো শহর ও শহরাঞ্চলে এমএবি ৩০০০ টাকা। ওই পরিমাণ টাকা অ্যাকাউন্টে না থাকলে ৩০-৫০ টাকা এবং কর জরিমানা বাবদ কাটা যায়।
আধা শহর ও গ্রামীন এলাকায় এর পরিমাণ ২০০০ ও ১০০০ টাকা। ওই পরিমাণ টাকা অ্যাকাউন্টে না থাকলে গ্রাহকদের ২০ থেকে ৪০ টাকা এবং কর জরিমানা দিতে হয়।
তীব্র সমালোচনার মুখে পড়ে গত অক্টোবরে এমএবি-র পরিমাণ ও জরিমানার পরিমাণ কিছুটা কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক।
সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা ও জরিমানার পরিমাণ কমানোর কথা ভাবছে স্টেট ব্যাঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2018 07:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -