নয়াদিল্লি: নববর্ষের দিনই দেশবাসীর জন্য সুখবর বয়ে আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর আহ্বানের ২৪-ঘণ্টার মধ্যেই ক্ষুদ্র ঋণের ওপর সুদ কমানোর ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। এর ফলে, দেশের গরিব ও নিম্ন মধ্যবিত্তের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।


এদিন এসবিআই-এর তরফে এক বিবৃতি পেশ করে জানানো হয়েছে, এক বছরের জন্য মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট (এমসিএলআর) বা তহবিল ভিত্তিক সুদের হার ৮.৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করেছে।


গতকালই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গরিব ও নিম্ন মধ্যবিত্ত স্তরে বসবাসকারী মানুষের দিকে নজর দেওয়ার আহ্বান ব্যাঙ্কগুলিকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ব্যাঙ্কের স্বশাসনকে সম্মান দিয়েও তাদের আহ্বান করছি নিম্ন, নিম্ন-মধ্য এবং মধ্যবিত্ত স্তরের মানুষদের ওপর বেশি গুরুত্ব দিতে।


এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এসবিআই ঋণের ওপর সুদের হার কমানোর ঘোষণা করল। জানা গিয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তের পরবর্তী অধ্যায়ে ব্যাঙ্কগুলির হাতে এখন প্রচুর তহবিল চলে এসেছে।


নির্দেশিকা অনুযায়ী, দুবছরের জন্য ঋণে এখন সুদের হার হবে ৮.১ শতাংশ। অন্যদিকে, তিন বছরের জন্য সুদের হার হবে ৮.১৫ শতাংশ। পাশাপাশি, এক থেকে ছ’মাসের ক্ষেত্রেও একইভাবে সুদের হার ০.৯ শতাংশ কমানো হয়েছে।


এসবিআইয়ের এই ঘোষণার পর একই রাস্তায় হেঁটেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও উনাইটেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পিএনবি সুদ কমিয়েছে ০ দশমিক ০৭ শতাংশ। ০ দশমিক ৬৫ শতাংশ সুদ কমানোর কথা ঘোষণা করেছে ইউবিআই।