নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম টাকার মজুত রাখার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে, দেশের প্রায় ৩১ কোটি গ্রাহক সমস্যায় পড়বে বলে আশঙ্কা।
জানা গিয়েছে, কলকাতা সহ দেশের ৬টি মেট্রো শহরে অ্যাকাউন্টের মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (এমএবি) বা মাসিক গড় ব্যালেন্সকে বাড়িয়ে ৫ হাজার করা হয়েছে।
আগামী ১ এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্কের পাঁচটি অ্যাসোসিয়েট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে। জানা গিয়েছে, এবার এই অ্যাসোসিয়েট ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অন্যথা, গ্রামীণ ব্যাঙ্কের ক্ষেত্রে ২০ টাকা ও প্রধান শহরের ব্যাঙ্কের ক্ষেত্রে ১০০ টাকা জরিমানা ধার্য হবে।
বর্তমানে দেশজুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩১ কোটি সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহক রয়েছে। চেকবই সুবিধা ছাড়া ন্যূনতম ব্যালেন্স হচ্ছে ৫০০ টাকা ও চেকবই সুবিধা সহ হলে ১০০০ টাকা। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের এই প্রথা অন্য সরকারি বা সরকার-নিয়স্ত্রিত ব্যাঙ্কগুলি নিতে পারে।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূত্রে খবর, এমএবি- নির্ধারণ করার জন্য পৃথক সেক্টর রাখা হয়েছে—মেট্রো, আর্বান, সেমি-আর্বান ও রুরাল। মেট্রো শহরে এই ন্যূনতম ব্যালেন্স হচ্ছে ৫ হাজার টাকা, জরিমানা ৫০-১০০ টাকা। অন্যদিকে, আর্বান ও সেমি-আর্বান ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০০০ ও ২০০০ টাকা।
এদিকে, সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ককে জরিমানার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, এ-ও বলা হয়েছে, নির্দিষ্ট সীমার অধিক নগদ লেনদেন ও এটিএম লেনদেনের ওপর ধার্য করা চার্জের বিষয়েও যেন পুনর্বিবেচনা করা হয়। ইতিমধ্যেই, নির্ধারিত মাসে চারটি লেনদেনের পর এইচডিএফসি, আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের থেকে মাসে ১৫০ টাকা প্রতি লেনদেন ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে।