নয়াদিল্লি: দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়া নিয়ে দায়ের হওয়া আবেদনের শুনানিতে কেন্দ্রকে দূষণ মোকাবিলায় ন্যূনতম একক কর্মসূচি তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে কেন্দ্রকে। রাজধানীতে ক্রমবর্ধমান দূষণ রোধে বর্তমানে কেন্দ্রীয় সরকারের কোনও নীতি থেকে থাকলে সে সম্পর্কে অবহিত করতে হবে তাদের, জানিয়েছে সর্বোচ্চ আদালত।
দিল্লি ও সংলগ্ন এলাকায় দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির, গভীর, মারাত্মক দূষণ ছড়াচ্ছে, এহেন উদ্বেগ জানিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইপিসিএ) সু্প্রিম কোর্টে আবেদন জানায়, রাজধানীর পরিবেশ দূষণের ওপর কড়া, যথাযথ মনিটরিং বা নজরদারির ব্যবস্থা করা হোক। পরিবেশ দূষণের জেরে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়ে ইপিসিএ আবেদন করে, সর্বোচ্চ আদালত যেন কঠোর পদক্ষেপ করার কথা ভাবে।
এদিকে দূষণের মাত্রা কমাতে দিল্লি সরকারের জরুরি অ্যাকশন প্ল্যানের ওপর সুপ্রিম কোর্টকে নজর রাখার আবেদন জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট-এর ডিরেক্টর সুনীতা নারায়ণ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছ, যেগুলি কার্যকর করা প্রয়োজন।
দিল্লির আকাশ দেওয়ালির পর থেকে কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা করা সহ নানা শারীরিক সমস্যায় জেরবার দিল্লিবাসী। এহেন পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখা, শুক্রবার পর্যন্ত যাবতীয় নির্মাণ, বাড়িঘর, রাস্তা ভাঙার কাজ বন্ধ রাখা সহ বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
রাজধানীর দূষণ রোধে কোনও পলিসি আছে কি, কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট, কর্মসূচি তৈরি করতে নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2016 06:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -