নয়াদিল্লি: তাজমহলের উপর নিজেদের অধিকারের দাবি প্রমাণ করতে হলে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে মুঘল সম্রাট তাজমহলের সই করা নথি পেশ করতে হবে। আজ এমনই জানাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, ‘ভারতে কে বিশ্বাস করবে যে তাজমহল ওয়াকফ বোর্ডের সম্পত্তি? আমাদের স্বাক্ষর দেখান। এই ধরনের কথা বলে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করবেন না।’ এ কথা শুনে নথি পেশ করার জন্য আরও সময় চায় সুন্নি ওয়াকফ বোর্ড।
২০১০ সালে তাজমহলকে নিজেদের সম্পত্তি ঘোষণা করে সুন্নি ওয়াকফ বোর্ড। তার বিরুদ্ধে আবেদন জানায় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা (এএসআই)। শুনানির সময় ওয়াকফ বোর্ডের আইনজীবী দাবি করেন, শাহজাহান নিজেই তাজমহলকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করেন। এরপরেই সুপ্রিম কোর্ট বলে, ১৬৫৮ থেকে আগরা দুর্গে শাহজাহানকে বন্দি করে রাখেন তাঁর পুত্র ঔরঙ্গজেব। ১৬৬৬ সালে সেই দুর্গেই শাহজাহানের মৃত্যু হয়। তাহলে তিনি কীভাবে ওয়াকফনামায় সই করলেন? মুঘল শাসনকাল শেষ হওয়ার পর তৎকালীন ব্রিটিশ সরকার সব দুর্গের দখল নেয়। স্বাধীনতার পর দুর্গ ভারত সরকারের অধীনে আসে। এএসআই সেগুলি রক্ষণাবেক্ষণ করে। এএসআই-এর আইনজীবীও বলেন, তাজমহলের বিষয়ে কোনও ওয়াকফনামা নেই। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ তারিখ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তাজমহলের অধিকার: শাহজাহানের স্বাক্ষরিত নথি দেখান, উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
11 Apr 2018 10:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -