নয়াদিল্লি: টিকটক অ্যাপ তাদের নিষেধ সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিল করেছে তার ওপর ২৪ তারিখ সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, মাদ্রাজ হাইকোর্ট যদি টিকটক অ্যাপের আবেদনের ওপর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে তাদের আগের রায় খারিজ হয়ে যাবে।


টিকটক অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি ও শিশু ধর্ষণ সংক্রান্ত জিনিসপত্র সরবরাহের অভিযোগে ৩ তারিখ মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রকে এই অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দেয়। সংবাদমাধ্যমকেও নির্দেশ দেওয়া হয় টিকটকের কোনও ভিডিও ক্লিপ সম্প্রচার না করতে। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ আনতে আগেই অস্বীকার করেছে শীর্ষ আদালত।

টিকটকের মালিক একটি চিনা সংস্থা বাইটডান্স। তাদের হয়ে আদালতে বক্তব্য রাখেন বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, মাদ্রাজ হাইকোর্ট এ ব্যাপারে কোনও নোটিশ জারি করেনি, বাইটডান্সের বক্তব্য না শুনেই রায় দেওয়া হয়েছে। শীর্ষ আদালত এরপর নির্দেশ দিয়েছে, টিকটকের আবেদন শুনে ২৪ তারিখ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।