প্যারোলের জন্য ৩০০ কোটি টাকা দিতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় সহারা-কর্তাকে
Web Desk, ABP Ananda | 03 Aug 2016 01:21 PM (IST)
নয়াদিল্লি: প্যারোল বহাল রাখতে চাইলে আরও ৩০০ কোটি টাকা জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল সুব্রত রায়কে। সহারা-কর্তা বর্তমানে প্যারোলে জেলের বাইরে রয়েছেন। তিনি জেলে যাতে না যেতে হয়, সেজন্য প্যারোলের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। সে ব্যাপারেই প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ সহারা-কর্ণধারকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র কাছে ৩০০ কোটি টাকা জমা দেওয়ার সময় ধার্য করে জানিয়ে দেয়, নির্দেশ না মানলে আবার তিহাড় জেলে ঢুকতে হবে তাঁকে। তবে সুপ্রিম কোর্টের আজকের বক্তব্যে টাকার ব্যবস্থা করার জন্য হাতে কিছুটা সময় পেলেন সহারা-কর্তা। প্রসঙ্গত, ২০০৮, ২০০৯ সালে আমানতকারীদের কাছ থেকে তোলা বিপুল পরিমাণ অর্থ ওএফসিডি (পূর্ণ রূপান্তরযোগ্য ডিবেঞ্চার)-র মাধ্যমে ফেরত দিতে অর্থ সংগ্রহের জন্য সহারার সম্পদ বিক্রি করার অনুমতি চেয়েছেন সুব্রত রায়। তবে তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিনিয়োগকারীদের কাছ থেকে তোলা ১৭৬০০ কোটি টাকা ১৫ শতাংশ সুদ সমেত ফেরত দিতে ২০১২ সালের নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় সুব্রত রায় ও তাঁর সংস্থার দুই ডিরেক্টরকে ২০১৪-র ৪ মার্চ তিহাড় জেলে পাঠায় আদালত।