নয়াদিল্লি: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে সিবিএসই-র ফের বারো ক্লাসের অর্থনীতির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পেশ করা ৫টি পিটিশন খারিজ করে দিল সু্প্রিম কোর্ট। ফের পরীক্ষা নেওয়া একেবারেই সিবিএসই-র নিজস্ব ব্যাপার, তাকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে স্পষ্ট অভিমত বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চের। যে পড়ুয়ারা বোর্ডের নতুন করে পরীক্ষার সিদ্ধান্তের বিরোধিতা করছেন, তাঁদের বেঞ্চ বলেছে, আবার পরীক্ষা হলে তাঁদের তাতে বসতে হবে।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিএসই ক্লাস টেনের অঙ্ক ও বারো ক্লাসের অর্থনীতির পরীক্ষা ফের হবে বলে জানালে সেই ঘোষণাকে চ্যালেঞ্জ জানানো হয়।
গতকাল সিবিএসই অবশ্য জানায়, তারা খতিয়ে দেখে জেনেছে যে, দশম শ্রেণির অঙ্কের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কোনও প্রভাব-প্রতিক্রিয়া হয়নি। ফলে ওই বিষয়ের ওপর ফের পরীক্ষা হবে না।
সিবিএসই-র ফের পরীক্ষার ঘোষণার বিরোধিতার পাশাপাশি পিটিশনগুলিতে এও বলা হয়েছিল যে, বিভিন্ন রাজ্য থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে, দিল্লি পুলিশের একার তদন্তের যোগ্যতা নেই, সুতরাং সিবিআই তদন্তের নির্দেশ চাই।
প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ছাড়াও রোহন ম্যাথু নামে ১৫ বছরের এক পরীক্ষার্থী আর্জি জানিয়েছে, ইতিমধ্যেই হয়ে যাওয়া পরীক্ষার ভিত্তিতেই ফলাফল ঘোষণার নির্দেশ দেওয়া হোক।
বোর্ডের গত ৩০ মার্চের ঘোষণা অনুসারে বারো ক্লাসের অর্থনীতি পরীক্ষা আবার হবে ২৫ এপ্রিল।
ম্যাথু ও অন্যরা তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ সহ নানা কারণ দেখিয়ে ফের অঙ্ক পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায়।
তারও আগে রিপক কানসাল নামে এক পড়ুয়াও সিবিএসই-র দুটি বিষয়ে হয়ে যাওয়া পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। বলেছিলেন, চলতি বছর ১৬৩৮৪২৮ জন ক্লাস টেন ও ১১৮৬৩০৬ জন ১২ ক্লাসের সিবিএসই পরীক্ষায় বসছে। সুতরাং যে ঘটনার তদন্ত চলছে, তার জন্য এবং সেই তদন্ত শেষ হওয়ার আগেই ফের পরীক্ষার সিদ্ধান্ত ঘোষণা করে গোটা ছাত্র সমাজকে সাজা দেওয়া হলে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন হবে, যা বেআইনি, অসাংবিধানিক।
এদিকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়ল যারা সিবিএসই-র পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়াটি যাচাই করে দেখবে। দশম শ্রেণির অঙ্ক ও বারো ক্লাসের অর্থনীতির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরই এই পদক্ষেপ মন্ত্রকের। ৩১ মার্চের মধ্য়ে কমিটি রিপোর্ট দেবে।কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব ভিএস ওবেরয়ের নেতৃত্বাধীন কমিটি কীভাবে পরীক্ষা পদ্ধতি প্রযুক্তির ব্যবহার করে পুরোপুরি নিরাপদ, সুরক্ষি্ত রাখা যায়, সেই পদক্ষেপও বাতলে দেবে। গতকাল তৈরি হওয়া কমিটিতে আছেন বিশেষজ্ঞরা।
সিবিএসই-র ফের ১২ ক্লাসের অর্থনীতি পরীক্ষার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের, পরীক্ষা প্রক্রিয়া খতিয়ে দেখতে 'উচ্চক্ষমতা সম্পন্ন' কমিটি গড়ল কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
04 Apr 2018 02:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -