নয়াদিল্লি: কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে হিন্দি ও সংস্কৃতে পড়ুয়াদের প্রার্থনা করতে হয় বলে কি কোনও একটি বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, এই প্রশ্ন তুলে জনস্বার্থ পিটিশন পেশ হয়েছে সুপ্রিম কোর্টে। পিটিশনটি দিয়েছেন এক শিক্ষকই। তিনি জানতে চেয়েছেন, সরকারি অর্থসাহায্য পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের দিয়ে নির্দিষ্ট কোনও প্রার্থনা সঙ্গীত গাইয়ে বিশেষ একটি ধর্মের প্রচার করতে পারে কি?
এহেন পিটিশনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।
গত বছর মে মাসে সুপ্রিম কোর্ট পড়ুয়াদের মনে 'জাতীয় সংহতি'র বোধ জোরদার করার উদ্দেশ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করতে কেন্দ্র, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করে দেয়। শীর্ষ আদালত এও উল্লেখ করে, হিন্দি পড়া বাধ্যতামূলক করতে পিটিশন দিয়েছিলেন যিনি, অশ্বিনী কুমার উপাধ্যায় নামে সেই আইনজীবী বিজেপির দিল্লি শাখার মুখপাত্র।
সে সময়কার প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সঞ্জয় কিষাণ কউলকে নিয়ে গঠিত বেঞ্চ বলে, উনি নিজের দলকে কেন এ ব্যাপারে বলছেন না? তারা তো দেশ শাসন করছে। উনি সরকারেরই লোক। সে সময় বেঞ্চ আরও বলেছিল, হিন্দি বাধ্যতামূলক করা হলে অন্য ভাষাভাষীরাও তো প্রশ্ন করতে পারেন, কেন তাঁদের ভাষায় পড়ানো হবে না?