নয়াদিল্লি: বুলন্দশহর গণধর্ষণ মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট।
আগের রায় পাল্টে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শীর্ষ আদালতের নির্দেশ, আইন মোতাবেক এই ঘটনার তদন্ত করতে।
এদিন বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি সি নাগাপ্পনের বেঞ্চ একইসঙ্গে এলাহাবাদ উচ্চ আদালতে চলা এই ঘটনা সংক্রান্ত অন্য মামলার ওপর স্থগিতাদেশ জারি করে।
বেঞ্চের মতে, যেহেতু গোটা প্রক্রিয়াটার ওপর নজর রেখেছে শীর্ষ আদালত, তখন অন্য আদালতে এই ঘটনার অন্য মামলার আর কোনও প্রয়োজন নেই।
বেঞ্চ এদিন জানিয়ে দেয়, সিবিআই তদন্ত নিয়ে মামলাকারীর কোনও সমস্যা নেই। ফলত, আগের রায়কে পাল্টে, এখন সিবিআইকেই পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিচ্ছে আদালত।
পাশাপাশি, মামলাটি উত্তরপ্রদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে আবেদন করেছেন মামলাকারী, তাও পরে বিবেচিত হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে চলতি সপ্তাহের গোড়ায় মামলা চালানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সংস্থার দাবি ছিল, তদন্ত স্থগিত হলে অভিযুক্তরা জামিন পেয়ে যাবে। এছাড়া, প্রমাণ লোপাটের সম্ভাবনার আশঙ্কাও করে সিবিআই।
প্রসঙ্গত, গত ২৯ জুলাইবুলন্দশহরের কাছে মা-মেয়েকে গণধর্ষণ করল ডাকাত-দল। নির্যাতিতা মা ও মেয়ে পরিবারের অন্য চার সদস্যের সঙ্গে গাড়িতে করে দিল্লি-কানপুর ৯১ নম্বর জাতীয় সড়ক দিয়ে নয়ডা থেকে শাহজাহানপুর যাচ্ছিলেন। রাতে তাঁরা রওনা দেন। পথে দোস্তপুর গ্রামের কাছে রাস্তার ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা ডাকাতরা গাড়ি লক্ষ্য করে লোহার রড ছোঁড়ে।
চালক গাড়ি থামাতেই ঘিরে ফেলে ডাকাত দল। বন্দুক দেখিয়ে তারা চালককে গাড়ি জাতীয় সড়ক থেকে মাঠে নামাতে বাধ্য করে। ৩৫ বছরের মা ও তাঁর ১৪ বছরের কিশোরীকে মেয়েকে তিনঘণ্টা ধরে গণধর্ষণ করে ডাকাতরা। পরে তাঁদের কাছ থেকে ১১ হাজার টাকা ও কিছু গয়না ছিনিয়ে অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত সেলিম বাওয়ারিয়া সহ ৬ জনকে গ্রেফতার করে।
কিন্তু, মামলার গতিপ্রকৃতিতে খুশি না হয়ে তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ উচ্চ আদালত।
বুলন্দশহর গণধর্ষণ: সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2016 01:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -