নয়াদিল্লি: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে হাতিয়ার করে বিশ্ব হিন্দু পরিষদ জানাল, এবার এই প্রথার বিরুদ্ধে আইন আনার সময় হয়েছে কেন্দ্রের।


এদিন ভিএইচপি-র আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া জানান, তিন তালাকের বিরুদ্ধে সরকারের উচিত আইন প্রণয়ন করা, যাতে মুসলিম মহিলারা ও দেশের করদাতারা সুবিচার পান। একইসঙ্গে, দুইয়ের বেশি সন্তান-- নিষিদ্ধ করতেও একটি আইন তৈরি করা উচিত কেন্দ্রের বলেও মনে করেন তোগাড়িয়া।


যদিও, এদিন কেন্দ্র জানিয়ে দিয়েছে, এই সংক্রান্ত দেশে বর্তমানে প্রচলিত আইনই যথেষ্ট। ফলে নতুন আইন আনার প্রয়োজনীয়তা নেই। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, আজকের রায়ের পর থেকে তিন তালাক অবৈধ। ফলে তা কার্যকর হবে না। সেক্ষেত্রে মুসলিম স্ত্রী-রা তাঁদের স্বামীকে আদালতে টেনে আনতে পারবেন। সেখানে পারিবারিক হিংসা আইনে বিচার হবে।


প্রসঙ্গত, মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে সংখ্যাগরিষ্ঠতার বিচারে তিন তালাককে বেআইনি, অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।


তিন বিচারপতি তাঁদের রায়ে বলেন, যে কোনও প্রথা যা কোরানের পরিপন্থী মেনে নেওয়া যায় না। তাঁরা এ-ও জানান, তিন তালাকের মাধ্যমে ডিভোর্সের প্রথা একতরফা এবং সংবিধান-বিরোধী। একে অবিলম্বে অবলুপ্ত করার রায় দেন তিন বিচারপতি।


বাকি দুই বিচারপতি তাঁদের রায়ে তিন তালাক প্রথাকে ৬ মাসের জন্য স্থগিত করে কেন্দ্রকে এই মর্মে আইন প্রণয়ন করার নির্দেশ দেয়। অবশেষে, ৩:২ সংখ্যাগরিষ্ঠতায় তিন তালাক নিষিদ্ধ হয়ে যায়।