নয়াদিল্লি: বিদেশে তাঁর সম্পত্তি সম্পর্কিত তথ্য গোপন রাখার জন্য বিজয় মাল্য যে আবেদন করেছেন, তা একেবারেই ভিত্তিহীন। এ ধরনের আপত্তি মাল্য কেন করছেন তার কোনও যুক্তিগ্রাহ্য কারণ পাওয়া যাচ্ছে না। অনাদায়ী ব্যাঙ্কঋণ সম্পর্কিত মামলায় বিদেশের মাটিতে গা ঢাকা দেওয়া লিকার ব্যারন সম্পর্কে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

বিদেশে তাঁর সম্পত্তির খতিয়ান গোপন রাখার জন্য মাল্যর আবেদন খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, মাল্য পরিবারের দেশি বিদেশি যাবতীয় সম্পত্তির হিসেব নিকেশ ব্যাঙ্কগুলির হাতে তুলে দিতে হবে।

৯,০০০ কোটি টাকা ঋণ অনাদায়ী থাকায় কিংফিশার মালিকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় এসবিআই সহ ন’টি ব্যাঙ্ক। কিন্তু দেশে ও বিদেশে তাঁর ও তাঁর পরিবারের যে সম্পত্তি রয়েছে, তার খতিয়ান সুপ্রিম কোর্টে আগেই জমা দিলেও মামলাকারী ব্যাঙ্কগুলিকে সেই হিসেব দিতে অস্বীকার করেন মাল্য। তাঁর যুক্তি, তিনি যখন ঋণ নেন, তখন তাঁকে মূলধন হিসেবে বিদেশের সম্পত্তি দেখাতে হয়নি। তা ছাড়া তাঁর স্ত্রী ও তিন সন্তান- সকলেই মার্কিন নাগরিক, তাঁদেরও নিজ নিজ সম্পত্তির খতিয়ান দেওয়ার বাধ্যবাধকতা নেই। কিন্তু অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি শীর্ষ আদালতে জানান, আদালতের সঙ্গে মাল্য মোটেই সহযোগিতা করছেন না, দেশে ফিরে আইন মোতাবেক চলার কোনও ইচ্ছে তাঁর নেই। এরপরেই সুপ্রিম কোর্ট আজ আদালতের কাছে থাকা মাল্যর সম্পত্তির সমস্ত খতিয়ান ব্যাঙ্কগুলির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।