নয়াদিল্লি: মণিপুরে ভারতীয় সেনাবাহিনী, অসম রাইফেলস এবং পুলিশের বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম বি লোকুর ও ইউ ইউ ললিতের বেঞ্চ সিবিআই ডিরেক্টরকে একটি তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে।

২০০০ থেকে ২০১২ সালের মধ্যে নিরাপত্তারক্ষী ও পুলিশের বিরুদ্ধে মণিপুরে ১,৫২৮টি বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অবশ্য সেনাবাহিনীর পাশেই দাঁড়িয়েছে। আদালতে কেন্দ্র দাবি করেছে, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানেই এতজনকে হত্যা করা হয়েছে। এটা বিচার-বহির্ভূত হত্যা নয়। সব বিচার বিভাগীয় তদন্তই সেনাবাহিনীর বিরুদ্ধে হতে পারে না। সেনাবাহিনীও দাবি করেছে, স্থানীয় মানুষের আবেগের কথা মাথায় রেখেই পক্ষপাতমূলক বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীর ও মণিপুরে সেনাবাহিনীর অভিযান নিয়ে কোনও অভিযোগ করা যায় না।

গত বছরের জুলাইয়ে মণিপুরে ভুয়ো সংঘর্ষে হত্যার অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যে অঞ্চলগুলিতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন রয়েছে, সেখানে সশস্ত্র বাহিনী বা পুলিশের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করার অনুমতি নেই বলেও জানায় আদালত। ২৬৫টি বিচার-বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।