নয়াদিল্লি: ১৯৮৯-৯০-এ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরে ৭০০-র বেশি পন্ডিতের হত্যা সহ বিভিন্ন অপরাধে বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, বিচার চেয়ে যে আবেদন করেছিল 'রুটস অব কাশ্মীর' নামে একটি সংগঠন, সুপ্রিম কোর্ট তা শুনানির জন্য গ্রহণে রাজি হল না।
ঘটনার পর প্রায় ২৭ বছর কেটে গিয়েছে, তাই যে হত্যা, লুঠতরাজের জেরে কাশ্মীরী পন্ডিতরা দলে দলে উপত্যকা ছেড়েছিলেন, এখন তার প্রমাণ, নথি সংগ্রহ করা খুবই কঠিন, বলেছে প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ।
তারা মন্তব্য করে, গত ২৭ বছর কিছু করেননি। আপনারাই বলুন, এখন কোথা থেকে তথ্যপ্রমাণ মিলবে।
আবেদনকারী সংগঠনের হয়ে আইনজীবী বিকাশ পাডোরা বলেন, কাশ্মীরী পন্ডিতদের উপত্যকায় বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল, তাঁরা তদন্তে যোগ দিতে পারেননি। পাডোরা এও বলেন, বিলম্ব হয়েছে বটে, কিন্তু কেন্দ্র-রাজ্য বা বিচারবিভাগ, কেউই প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রয়োজনীয়তাই উপলব্ধি করেনি।
৭০০-র বেশি পন্ডিতের হত্যার ব্যাপারে ২১৫টি এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু একটি ক্ষেত্রেও যুক্তিসঙ্গত পরিণতি মেলেনি বলেও দাবি ওই সংগঠনের।
৯০-এর দশকে কাশ্মীরী পন্ডিত গণহত্যার তদন্তের আর্জি শুনতে অস্বীকার সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2017 03:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -