নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল সহারা।

সোমবার সহারা প্রধান সুব্রত রায়ের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সেবির কাছে ৯৬৬.৮ কোটি টাকা জমা দেওয়ার জন্য বাড়তি দুমাস সময় চেয়েছিলেন তিনি। এদিনের শুনানিতে সর্বোচ্চ আদালত সহারা কর্ণধারের সেই আর্জি খারিজ করে জানিয়ে দেয়, আইনের সঙ্গে খেলা করার জন্য আপনি আদালতকে ‘পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করছেন।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই সহারা প্রধানকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ১৫০০ কোটি টাকা সেবি-সহারা অ্যাকাউন্টে কাছে জমা করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তার মধ্যে ৫৩৩.২ কোটি টাকা ওই অ্যাকাউন্টে সুব্রত রায় জমা দিয়েছেন। বাকি অর্থের জন্য সুব্রত রায় ১১ নভেম্বর তারিখের চেক জমা করার আবেদন জানালে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ তা খারিজ করে দেয়।